বন্যার ক্ষয়ক্ষতি হতে দেশের জনসাধারণের জানমাল রক্ষা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় নীলফামারী পওর বিভাগ, বাপাউবো, নীলফামারী বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গনরোধ, নদী ড্রেজিং, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ ও ভূমি পুনঃরুদ্ধারের কাজ করছে। বিগত ৩ (তিন) বছরে নীলফামারী পওর বিভাগের আওতায় ৩টি উন্নয়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১৭৩ কি.মি নদী পুনঃখনন কাজ, ১৫ কিঃমিঃ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত, ৩.৬৩০ কিঃমিঃ নদীতীর সংরক্ষণ/প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে নদীভাংগন ও বন্যার প্রকোপ হ্রাস করা হয়েছে। এছাড়া অনুন্বয়ন রাজস্ব খাতের আওতায় বিগত ৩ (তিন) বছরে নীলফামারী পওর বিভাগের আওতায় সেচখালসমূহ মেরামতের মাধ্যমে সেচ প্রদানকৃত এলাকা ৯০০০হেক্টর হতে ১৫৫০০ হেক্টরে উন্নীত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS