সরকারের রূপকল্প-২০৪১ এর বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ, ২০৪১ সাল নাগাদ একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০, SDGs, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮ প্রভৃতি বিবেচনায় নিয়ে নীলফামারী পওর বিভাগের উন্নয়নকাজ চলমান। একনেকে অনুমোদিত ‘‘তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার সম্প্রসারণ ও পূর্নবাসন প্রকল্প”-এর আওতায় নীলফামারী পওর বিভাগাধীন তিস্তা প্রধান সেচখাল, দিনাজপুর সেচখাল, বুড়িতিস্তা প্রধান সেচখালসহ , বিভিন্ন সেকেন্ডারী ও টারশিয়ারী সেচখালের মোট ২১৬.২৪০ কিঃমিঃ সেচখাল, মেরামত, পুনর্বাসন ও শক্তিশালীকরণ, ভূ-পরিস্থ সেচ সুবিধা বৃদ্ধি ও ভূগর্ভস্থ পানির উত্তোলন হ্রাসে ২৭০ হেক্টর পানির রিজার্ভার পুনঃখনন, ১৫.০০ কিঃমিঃ ভূ-গর্ভস্থ সেচ নেটওয়ার্ক স্থাপন, ৩৬.৮৬০ কিঃমিঃ বিদ্যমান পরিদর্শন রাস্তা মেরামত, ১.৯২ কিঃমিঃ লিংক ক্যানেল নির্মাণ, ৩.৬৮১ কিঃমিঃ স্লোপ প্রতিরক্ষা কাজ এবং সাইফুন, রেগুলেটর, চেকড্রপ, টার্ণআউট/আউটলেট, ব্রীজ, কালভার্টসহ সর্বমোট ২৫৩ টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ করা হবে। এর ফলে সেচ খাল ও বিদ্যমান সেচকাঠামোসমূহ পুনর্বাসনের মাধ্যমে সেচ কমান্ড এরিয়া ২৪৪১০ হেক্টরে উন্নীত করে নিরব্বিচ্ছিন্নভাবে সেচপ্রদান করা হবে এবং প্রায় ২৭০ হেক্টর আয়তনবিশিষ্ট একটি ভূ-উপরিস্থ পানির জলাধার তৈরী করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS